আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালই আছেন আজকের পোস্টে দেখাবো যে কিভাবে আমরা আপনাদের টেলিগ্রাম একাউন্ট গুলোকে বন্ধ ব্লক অথবা সাসপেন্ড অথবা ডিলিট হওয়া থেকে রক্ষা করব? 

আমরা যদি এই নিয়মটি না মানি তাহলে টেলিগ্রাম কর্তৃপক্ষ যেকোনো সময় আমাদের অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারে, এবং আর আপনি খুব সহজেই আপনার শখের আইডিটি হারিয়ে ফেলবেন!


সাসপেন্ড হওয়া থেকে টেলিগ্রাম একাউন্ট কিভাবে রক্ষা করবেন? 

How to protected your telegram account from suspension. 

আমরা সবাই কমবেশি  প্রায়ই টেলিগ্রাম ব্যবহার করি কিন্তু আমরা জানি না যে আমাদের একটি ভুলের কারণে আমাদের টেলিগ্রাম আইডিটি চিরতরে  বন্ধ হয়ে যেতে পারে। 

কি সেই ভুল? সেটিই এখন আপনাদের জানাবো।

টেলিগ্রাম হলো একটা কমিউনিকেশন এবং এখানে বিভিন্ন প্রকার সোশ্যাল এলিমেন্ট শেয়ার করা যায় বলে তাই এটাকে সোশ্যাল ধর্ম বলা হয় তবে টেলিগ্রাফ লিখতে জটিল সমস্যা রয়েছে যা অন্যন্য সোশাল প্লাটফর্মে নেই। 

আমরা যখন কোন প্রকার সোশ্যাল প্ল্যাটফর্মে একাউন্ট খুলি তখন সেটা হতে পারে উদাহরণ হিসেবেfacebook  ইমু, অ্যাকাউন্ট খোলার পর আমরা যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অফ রাখি অথবা আপনি যদি তিন চার বছর পরও আপনার আইডি লগইন করেন তাহলে ও আপনি সেই আইডিটি ফিরে পাবেন। এবং ব্যাক পাবেন। 


কিন্তু দুঃখের বিষয় হলো সেই সুযোগ টেলিগ্রামে নেই আপনি যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টেলিগ্রামে একটিভ না থাকেন তাহলে যে কোন সময় আপনার অ্যাকাউন্টটি টেলিগ্রাম কর্তৃপক্ষ অটোমেটিক ভাবে আজীবনের জন্য বন্ধ করে দেবে!

এখন আসি কিভাবে এই ডিলিট হওয়া থেকে আপনার টেলিগ্রাম একাউন্ট কে রক্ষা করবেন?

প্রথমে আপনার টেলিগ্রাম এপটি ওপেন করে প্রোফাইল অপশন এ ক্লিক করুন 

তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন সেটিংস বলে একটা অপশন তারপর আপনি সেটিংস অপশনে ক্লিক করে দিন 

এরপর আপনাদের সামনে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেজ আসবে এবং এখানে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড পলিসি নামে একটা অপশন এখানে ক্লিক করে দিন। 

এরপর এখানে দেখতে পারবেন,  ডিলিট মাই একাউন্ট If away for, দেখুন এখানে এক মাস দেওয়া আছে তার মানে আমি যদি একমাস টেলিগ্রাম এক্টিভ না থাকি, তাহলে আমার অ্যাকাউন্টে এক মাস পর অটোমেটিকভাবে ডিলিট করা হবে। 

সুতরাং এই ঝমেলাটা এড়ানোর জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। 


এরপর এখান থেকে আপনারা এক ইয়ার অপশনে ক্লিক করে এক বছর করে দেবেন।

তাহলে আপনি যদি টেলিগ্রামে এক বছর অ্যাকটিভ না থাকেন তখন আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ভাবে ডিলিট করা হবে। 

এখানে একটা সুবিধা হচ্ছে আমরা অনেক সময় দেখা যাবে বিভিন্ন প্রকার কাজের জন্য ব্যস্ততার কারণে টেলিগ্রাম একটিভ থাকতে পারি না এভাবে দীর্ঘদিন টেলিগ্রাম একটিভ না থাকলে টেলিগ্রাম করতে কতৃপক্ষ আমাদের একাউন্টি অটোমেটিক ভাবে ডিলেট করে দেয়। 

এখন যদি এক বছর দেওয়া থাকে তাহলে টেলিগ্রাম চাইলেও সেটি নির্দিষ্ট সময় ছাড়া অটোমেটিক ভাবে ডিলিট করতে পারবেনা এবং আমরা আমাদের শখের অ্যাকাউন্টটিও হারাবো না।

About The Author

Leave a Reply